মাইজভাণ্ডারী কালাম আমি কি তোমার গোলাম নই


আমি কি তোমার গোলাম নই।
হলে কেন এই জগতে, এত জ্বালা সই।
তুমি ভবের হর্ত্তা কর্ত্তা, তোমার হাতে সব ক্ষমতা,
আর কত সহিব দুঃখ, তোমার ছাবাল হই।।
তুমি পিতা ছত্রধারী, আমি পুত্র দীন ভিখারী
শরমে মরমে মরি, দুঃখ কারে কই।।
যে তোমায় বাবা বলিল, পৈতৃক ধনের অংশ পেল,
অকর্ম্মাএ পুত্র তোমার, অংশ পেলাম কই।।
সবে ধন রত্ন হাতে, আসে তোমায় সেবা দিতে
আমি আসি শুন্য হাতে, খালি উদর লই।।
আমি কি তা সইতে পারি, দোহাই মাওলা মাইজভান্ডারী
করিমরে কৃপা কর, রহিম রহমান হই।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাইজভান্ডারী কালাম, ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী

মাইজভাণ্ডারী কালাম, নিশি অবসানে আসি বন্ধুর বাগানে