মাইজভান্ডারী কালাম, ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী
ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী
গাউছুল আযম মাইজভান্ডারী।।
অধম পাপী অনুতাপী, গাহি গুণগান তোমারি
পাইতে চরণ ধূলি, কৃপা আমায় করো দয়াল
ওগো মাওলা মাইজভান্ডারী।
ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী
গাউছুল আযম মাইজভান্ডারী।।
কেঁদে কেঁদে হই সারা, দিবা নিশি আত্মহারা
প্রেম পিয়াসী সর্বহারা, কৃপা আমায় করো দয়াল
ওগো মাওলা মাইজভান্ডারী।
ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী
গাউছুল আযম মাইজভান্ডারী।।
তোমার পাক নামের ভরসা করে, দিয়েছি ঝাঁপ প্রেম সাগরে
পার করো ডুবিয়ে মারো, মহিমা তোমারই দয়াল
ওগো মাওলা মাইজভান্ডারী।
ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী
গাউছুল আযম মাইজভান্ডারী।।
দাস ফোরকান কয় কেঁদে, তোমার চরণ ধূলি পেতে
কোন দেশেতে হবে যেতে, পথ দেখাইয়া দাও গো দয়াল
ওগো মাওলা মাইজভান্ডারী।
ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী
গাউছুল আযম মাইজভান্ডারী।।