মাইজভাণ্ডারী কালাম একেলা বসে বিরহ বাসে তোমারি আশে লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ - সেপ্টেম্বর ০৮, ২০২২ একেলা বসে বিরহ বাসে তোমারি আশে লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ
মাইজভান্ডারী কালাম, ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী - আগস্ট ২৭, ২০২২ ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী গাউছুল আযম মাইজভান্ডারী।। অধম পাপী অনুতাপী, গাহি গুণগান তোমারি পাইতে চরণ ধূলি, কৃপা আমায় করো দয়াল ওগো মাওলা মাইজভান্ডারী। ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী গাউছুল আযম মাইজভান্ডারী।। কেঁদে কেঁদে হই সারা, দিবা নিশি আত্মহারা প্রেম পিয়াসী সর্বহারা, কৃপা আমায় করো দয়াল ওগো মাওলা মাইজভান্ডারী। ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী গাউছুল আযম মাইজভান্ডারী।। তোমার পাক নামের ভরসা করে, দিয়েছি ঝাঁপ প্রেম সাগরে পার করো ডুবিয়ে মারো, মহিমা তোমারই দয়াল ওগো মাওলা মাইজভান্ডারী। ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী গাউছুল আযম মাইজভান্ডারী।। দাস ফোরকান কয় কেঁদে, তোমার চরণ ধূলি পেতে কোন দেশেতে হবে যেতে, পথ দেখাইয়া দাও গো দয়াল ওগো মাওলা মাইজভান্ডারী। ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী গাউছুল আযম মাইজভান্ডারী।। আরও পড়ুন
মাইজভাণ্ডারী কালাম, নিশি অবসানে আসি বন্ধুর বাগানে - সেপ্টেম্বর ২৪, ২০২২ নিশি অবসানে আসি বন্ধুর বাগানে বাজাইল মোহন বাঁশিরে বাঁশিরও সুরে নিল প্রাণ হরে চলিয়া গেল মধুর হাসিরে চপল চঞ্চল নয়ন পাগল করিয়া গেল বন্ধু আমারে না বুঝে চঞ্চলে না মানে পাগলে ঘরের বাহির হলো যে উদাসীরে। খুঁজি বন কাননে না পাইলাম তাহানে সেতারো বাজায়ে যুগি নীরে ঘুরি নানান দেশে বৈরাগিনীর বেশে কাতর হইলাম শেষেরে। আজি পূর্ণ আসি মাইজভান্ডারে বসি বাজায়ে সে মোহন বাঁশি বাঁশিরও সুরে টলমল করে সংসার জগৎবাসীরে। মারহাবা মারহাবা সাল্লে আলা মারহাবা মন-বাসনা আজি পূরিল রে মকবুলের সঙ্গে নানান রস রঙ্গে হলো ভালোবাসা বাসিরে।।। আরও পড়ুন