মাইজভাণ্ডারী কালাম, ভরসা তোমার কেবল ভরসা তোমার

 

ভরসা তোমার কেবল ভরসা তোমার মকসুদ পুরাও,তুমি নাপাক বান্দার, আশায় বান্দিয়া বুক জুড়াই যাতনা দুঃখ তোমার চরনে সুখ সপেছি আমার।। ঞনিকের আশা রাখি,ঞন তরে চেয়ে থাকি। তোমার কদমে রাখি,জীবনের ভার।। মহিমা অপার তব দীন হীন কি বর্ণিব। ভাঙ্গা বুকে কি গাহিব,মহিমা তোমার।। আওয়ালে আখেরে তুমি,জাহিরে বাতেনে তুমি, নতশিরে তোমার নমি গাওছে মাইজ ভান্ডার।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাইজভান্ডারী কালাম, ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী

মাইজভাণ্ডারী কালাম, নিশি অবসানে আসি বন্ধুর বাগানে