মাইজভান্ডারী কালাম, পাপ করিয়া পাপী হইয়া, করলি জীবন টালমাটাল

পাপ করিয়া পাপী হইয়া, করলি জীবন টালমাটাল,

মাইজভান্ডারে গেলে বুঝবি, জীবনটা নয় বেসামাল।।

প্রেম খেলিছে ইস্কুল খুইলা, রসিক আমার মাওলানায়,

রঙ্গের বাজার রঙ্গীন কইরা, বিলাইতেছে শিনায় শিনায়।।

গাউসুল আযম নাম ধরিয়া, বসাইলো প্রেমের বাজার,

ভক্তগণে পাগল হইল, জীবন যৌবন ধন্য তার।।

আয়রে তোরা দেখবি যদি, প্রেম রসিকের প্রেমাসন,

খুলবে দুয়ার দিবে দিশা, রসিক দয়াল মহাজন।।

কত পাপী তাপী জনো, ধন্য হইল লইয়া সঙ্গ,

পাবিরে তোর নতুন জীবন , হবি ব্যাকুল গুরু রঙ্গ।। 

সময় নাহি আর যে দেরি, ডুবিছে ঐ রবিকর,

ধরে রশি প্রেমো শশী, এবার জীবন ধন্য কর্‌।। 


ফোরকান 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাইজভান্ডারী কালাম, ইয়া গাউছুল আযম মাইজভান্ডারী

মাইজভাণ্ডারী কালাম, নিশি অবসানে আসি বন্ধুর বাগানে